১০/০১/২০২২খ্রিঃ তারিখ সোমবার বিশ্বস্ত মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) জনাব মোহাম্মদ সারওয়ার আলম মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার কতিপয় চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চৌয়ানীয়া এলাকায় অবস্থিত ১৪নং চৌয়ানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খোলা মাঠের সম্মুখ হতে অভিযুক্ত মোঃ জুলহাস মিয়া(৩২), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং-বাল্লাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ-কে ৪৫০ (চারশত পঞ্চাশ) গ্রাম ওজনের অবৈধ মাদক গাঁজা-সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজে নিয়মিতভাবে গাঁজা সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে গাঁজা কেনাবেচায় জড়িত রয়েছেন মর্মে স্বীকার করেন। অভিযুক্তের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ১০ (ক) মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।