২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের এসআই(নিঃ)/মাইকেল বনিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে সদর থানাধীন তালুকদার পাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বান্দরবান জেলার সদর থানাধীন, ০৪নং সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া বাজারস্থ লামা পাড়া ব্রীজের উপর সিএনজি যোগে অবৈধ চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বান্দরবান জেলার সদর থানাধীন, ০৪নং সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া বাজারস্থ লামা পাড়া ব্রীজের উপর ইং ১০/১০/২০২৩ তারিখ ২০:১০ ঘটিকায় অবস্থানকালে একটি সবুজ রংয়ের সিএনজি দেখতে পাই। ধৃত আসামীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি নিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ পিকআপ ভ্যান দ্বারা রাস্তায় ব্যারিকেড দিয়ে ধৃত আসামী ১। মোঃ জাকির হোসেন (২৬), পিতা-মৃত দারুস ছালাম, ২। রাজু বিশ্বাস (২৫), পিতা-মৃত স্বপন বিশ্বাস’দ্বয়কে উপস্থিত সাক্ষী এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজি তল্লাশি করে ১০৫ (একশত পাঁচ) লিটার দেশীয় চোলাই মদ এবং ০১টি (একটি) সবুজ রংয়ের সিএনজিসহ গ্রেফতার করেন। ০২ নং আসামীর সিএনজির সিটের পিছনের ফাঁকা জায়গার মধ্যে ১৪ (চৌদ্দ) টি প্যাকেট, মোট ৮১ (একাশি) লিটার দেশীয় চোলাই মদ, যার অবৈধ বাজার মূল্য (৮১x৪০০)= ৩২,৪০০/-(বত্রিশ হাজার চারশত) টাকা, অপর তিনটি সাদা প্যাকেট ০২নং আসামীর ড্রাইভিং সিটের নিচে ফাঁকা জায়গার মধ্যে ডাবল পলিথিন দ্বারা বাধাঁনো মোট ২৪ (চব্বিশ) লিটার দেশীয় চোলাই মদ, যার অবৈধ বাজার মূল্য (২৪x৪০০)=৯,৬০০ (নয় হাজার ছয়শত) টাকা, সর্বমোট (৮১+২৪)= ১০৫ (একশত পাঁচ) লিটার, যার অবৈধ বাজার মূল্য সর্বমোট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা এবং একটি সবুজ রংয়ের তিন চাকা বিশিষ্ট নাম্বার বিহীন সিএনজি গাড়ী জব্দ করেন। আসামীদের’কে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ বান্দরবানের বিভিন্ন স্থান হতে দেশীয় চোলাই মদ মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীগন মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ নিজ নিজ হেফাজতে রেখে এবং সিএনজিযোগে বহন করায় ধারা- ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণি ক্রমিক ২৪(গ)/৩৮ ধারায় অপরাধ করে। আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা নং-০৩, তারিখ-১১/১০/২০২৩খ্রিঃ রুজু করা হয়।