২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) সৈয়দ আসাদুজ্জামান এর নেতৃত্বে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-০৮/২০২৪, জিডি নং-১০৫/২৪ তারিখঃ ২৯/০২/২০২৪ খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে পৌরসভাস্থ বঙ্গবন্ধু চত্তর অবস্থানকালে ইং ২৯/০২/২০২৪ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ০৮ নং ওয়ার্ড জোড়বাড়ীয়া রোড পূর্ব মধ্যপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে এ্যাপস্ ব্যবহার করে বিভিন্ন সাইটে জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০২/২০২৪খ্রিঃ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ০৮ নং ওয়ার্ড জোড়বাড়ীয়া রোড পূর্ব মধ্যপাড়াস্থ বাসা হোল্ডিং নং ০০৫৪-০০ জনৈক আঃ খালেকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে ০১ (এক) জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ধৃত করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে ডান হাতে ধরা অবস্থায় (ক) ০১ (এক) টি এ্যাস কালারের Google Pixel 6 Pro অ্যান্ড্রয়েট মোবাইল ফোন (সচল), যার IMEI No- ৩৫৮৩৩৯৭৭২১৩৪২২৭/৩৮৫৩৩৯৭৭২১৩৪২৩৫, যাতে ব্যবহৃত সীম নং- ০১৭৯৫-৯৬৮২৫১, যার Chrome Browser History পর্যালোচনা করে জুয়া খেলার (১)Bazzi365.Pro সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট নং- Hales89 যাতে বর্তমান ব্যালেন্স 24.65 USD এবং ২। velki সাইটের এজেন্ট একাউন্ট (ক)30Sezan যাতে বর্তমান ব্যালেন্স 232 PBU, (খ)ajlabib যাতে বর্তমান ব্যালেন্স 101.29 PBU, (গ)101.29 PBU যাতে বর্তমান ব্যালেন্স 993.1 PBU, (খ) তার পরিহৃত প্যান্টের ডান পকেটে ০১ (এক) টি oppo A15s অ্যান্ড্রয়েট মোবাইল ফোন, যার ব্যাক কভারে ইংরেজিতে oppo লেখা আছে, যার IMEI No- ৮৬৩২৫৯০৫২৫৮১৩৭৬/৮৬৩২৫৯০৫২৫৮১৩৬৮, যাতে ব্যবহৃত সীম নং-১। ০১৭১৬-৯১৬৬৫৯, ২। ০১৬০১২১০৩৬৪, যার Chrome Browser History পর্যালোচনা করে জুয়া খেলার একাউন্ট যার আইডি নাম- velki (Sun987) পাওয়া যায়। বর্নিত আলামত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ইং-২৯/০২/২০২৪ তারিখ ১৭.৩০ ঘটিকায় ধৃত সানাউল্লাহ হক সান এর নিজ হাতে বের করে দেওয়া মতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন দুইটির Chrome Browser History পর্যালোচনা করে বর্ণিত আইডিসহ জুয়া খেলা পরিচালনার জন্য একাধিক এ্যাপস্ ও আইডি এবং বিভিন্ন তারিখ ও সময়ে জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে মোবাইল এ্যাপস্রে মাধ্যমে জুয়া খেলে এবং জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে খেলা পরিচালনা করে আসছে। পরবর্তীতে ধৃত আসামীকে ফুলবাড়ীয়া থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।