২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন এর অপাঃ এন্ড ইন্টিঃ শাখার সিসি নং- ৪৯/২৩, জিডি নং-৮৪/২৩ তারিখ- ২০/৭/২০২৩ খ্রিঃ মূলে ভালুকা মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে ভালুকা মডেল থানাধীন পাঁচগাও উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার এলাকায় অবস্থানকালে ইং ২০/৭/২০২৩ তারিখ ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন পাঁচগাও ঢাকির ভিটা এলাকায় কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ২০/৭/২০২৩ তারিখ ২১:৩৫ ঘটিকার সময় পাঁচগাও ঢাকির ভিটা এলাকার উদ্দেশ্যে রওনা করে ২১.৫৫ ঘটিকার সময় ঢাকিরভিটা আগষ্টিন সাংমা(৪০)’র বসত বাড়ীতে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১। আগষ্টিন সাংমা (৪০), পিতা-লিনুস সাংমা, মাতা- পুতুল সাংমা, সাং-পাঁচগাও, পোষ্ট- আঙ্গারগাড়া, থানা- ভালুকা মডেল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর বাড়ী তল্লাশি করে উত্তর পাশের রান্না ঘর হইতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে (ক) প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে ০২ (দুই) টি পলিথিনে মোড়ানো ১৫ (পনের) কেজি দেশী চোলাই মদ। (খ) সাদা প্লাষ্টিকের জারকিনের ভিতর ২২ (বাইশ) কেজি (জারকিন সহ) দেশী চোলাই মদ। (গ) প্লাষ্টিকের ঢাকনাযুক্ত বার্জার রংয়ের বালতির ভিতর ২০ (বিশ) কেজি (বালতিসহ) দেশী চোলাই মদ। সর্বমোট ১৫+২২+২০= ৫৭/- (সাতান্ন) কেজি দেশী চোলাই মদ যার মূল্য অনুমান ২২,৮০০/- (বাইশ হাজারআটশত) টাকাসহ ইং ২১/৭/২০২৩ তারিখ ২১:৫৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।