Achivement

বিভিন্ন ব্যান্ডের ০৬ টি হারানো মোবাইল, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা ও হ্যাক হওয়া ফেইসবুক আইডি উদ্ধার।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপি (যথাক্রমে ১। ঢাকা জেলার আশুলিয়া থানার জিডি নং-৪৪৩, তাং-০৫/০৯/২০২৩খ্রিঃ, ২। আশুলিয়া থানার জিডি নং-২১৮, তাং-০৩/০৮/২০২৩ খ্রিঃ, ৩। বাড্ডা থানার জিডি নং-৬৮৯ তাং-১১/১০/২০২২খ্রিঃ, ৪।ময়মনিসিংহ জেলার ত্রিশাল থানার জিডি নং-২৩১, তাং- ০৫/০১/২০২৩ খ্রিঃ,৫। মুক্তাগাছা থানার জিডি নং- ১৩১৫ তাং- ২৮/০৬/২০২৩ খ্রিঃ,৬। আশুলিয়া থানার জিডি নং-৮৮০ তাং- ১০/১০/২০২৩ খ্রিঃ) সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ সেলের সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম কর্তৃক সর্বমোট ০৬(ছয়) টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন যথাক্রমে ১। OPPO A57, ২। Realme-Rmx2030, ৩। Redmi Note 9Pro Max, ৪। Sumsung Galaxy A32, ৫। Sumsung Galaxy M32,৬। Vivo Y-21 উদ্ধার এবং জনৈক ব্যাক্তি বিকাশে ভুলক্রমে 01713510589 এর পরিবর্তে 01713-510289 নাম্বারে ১৬,৩২০/- পাঠালে থানা হতে জিডি কপি (জামালপুর থানার জিডি নং-৮৫৭ তাং-১২/০৯/২০২৩ খ্রিঃ) সংগ্রহ পূর্বক ২ এপিবিএন সাইবার টিম উক্ত টাকা উদ্ধার পূর্বক ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়কের উপস্থিতিতে ইং ১২/১০/২০২৩ তারিখ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। গত ০৭/১০/২০২৩ খ্রিঃ তারিখে রিফাত রায়হান তন্ময় তার ফেইসবুক আইডি হ্যাক হওয়া সংক্রান্তে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় একটি সাধারন ডায়েরী করে (নং- ৩৪৮ তাং-০৭/১০/২০২৩ খ্রিঃ)।ভিকটিমের উক্ত জিডি কপি সংগ্রহ পূর্বক ২ এপিবিএন সাইবার টিম (মেটা-১) উক্ত হ্যাক হওয়া ফেইসবুক আইডি ও পাসওয়ার্ড উদ্ধার পূর্বক ইং ১২/১০/২০২৩ তারিখ প্রকৃত মালিকের নিকট তা বুঝিয়ে দেওয়া হয়।

Our others achivements