২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মাইকেল বনিক, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৪/০৭/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সদর থানাধীন তালুকদার পাড়া এলাকায় অবস্থানকালে ইং ১৪/০৭/২৩ খ্রিঃ সকাল ০৭:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন, সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারস্থ বঙ্গঁপাড়া রোডের সংযোগ ব্রীজের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সকাল ০৭:৫০ ঘটিকার সময় আসামী-১। উমংসিং মার্মা (২৩), পিতা-ছোখং মার্মা, মাতা-মাখই মার্মা, সাং-কচ্ছপতলী, আলেক্ষ্যং ইউনিয়ন, থানা-রোয়াংছড়ি, জেলা-বান্দরবান, ২। শাহেদুল ইসলাম (৩০), পিতা-আব্দুল জালাল আহমদ, মাতা-জুলেখা বেগম, সাং-ডেলি পাড়া, জনার কেওঁচিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম ও তাদের তল্লাশি করে ০১নং আসামী উমংসিং মার্মা(২৩) এর মাহিন্দ্রা গাড়ীর পিছনের সিটের পিছন হতে ২১ টি সাদা পলিথিনে বাধাঁনো সর্বমোট ৮০ (আঁশি) লিটার চোলাই মদ, যাহার মূল্য অনুমান ৩২,০০০/- (বত্রিশ) হাজার টাকা, একই আসামীর একটি মোবাইল, একই আসামীর একটি সবুজ রংয়ের তিন চাকার মাহিন্দ্রা গাড়ী, যার গায়ে লেখা আরসি ৬৬, মং এক্সপ্রেস এবং ২নং আসামী শাহেদুল ইসলাম (৩০) এর সিএনজি গাড়ীর ড্রাইভিং সিটের নীচ হতে, ০৮ (আট) টি সাদা পলিথিনে বাধাঁনো সর্বমোট ৪৭ (সাতচল্লিশ) লিটার চোলাই মদ, যার মূল্য অনুমান ১৮,৮০০/-(আঠারো হাজার আটশত) টাকা, একটি সবুজ রংয়ের তিন চাকা বিশিষ্ট সিএনজি গাড়ী, যার নাম্বার চট্টগ্রাম-থ-১৪। তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে অন্য একজন মাদক ব্যবসায়ীকে আটক করার উদ্দেশ্যে একই দিনে সকাল ০৯:১০ ঘটিকার সময় তাদের তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন ওয়ার্ড নং-০৫ এর মধ্যম পাড়ায় ধৃত ৩নং আসামীর দ্বিতল কাঠ-টিনের তৈরী ঘরের নীচ তলার রুমের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৯:২০ ঘটিকার সময় আসামী ৩। চউমং মার্মা (৪০), পিতা-মৃত শৈচিংউ মার্মা, মাতা-য়ংসাংউ মার্মা, সাং-নোয়াপাড়া, তারাছা ইউপি, থানা-রোয়াংছড়ি, জেলা-বান্দরবান এ/পি মধ্যম পাড়া, ০৫নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ০৩নং আসামী চউমং মার্মার ঘর তল্লাশি করে চারটি সাদা পলিথিনে বাধাঁনো সর্বমোট ৩৩ (তেত্রিশ) লিটার চোলাই মদ, মূল্য ১৩,২০০/-(তেরো হাজার দুইশত) টাকা, একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে চোলাই মদ উৎপাদনের উপকরণ (জাওয়া), ৭৫(পঁচাত্তর) লিটার, যার বাজার মূল্য অনুমান ২৬,২৫০/- (ছাব্বিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। বর্ণিত আলামত উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।