Achivement

২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ কর্তৃক স্বামীর চাহিদা মোতাবেক অর্থ দিতে না পারায় স্ত্রীর একান্ত ব্যক্তিগত মূহুর্তের আপত্তিকর ভিডিও ফেইসবুকে ভাইরাল করায় স্বামী গ্রেফতার।

ভিকটিম মোছাঃ ইপসিতা আক্তার মীম(১৮) এর সাথে বিবাদী আসাদুজ্জামান রনি(২৮), পিতা-মোঃ মান্নান খালাসী, সাং- মনিরকান্দী, ওয়ার্ড নং-০৫, গোহালা ইউনিয়ন, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জের গত ০২/০৬/২০২৩খ্রিঃ তারিখ ইসলামী শরীয়ত মোতাবেক রেজিঃ কাবিন মূলে বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর বিবাদী রনি বিদেশ যাওয়ার কথা বলে স্ত্রীর পরিবারের কাছ থেকে ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা দাবি করেন। স্ত্রীর পরিবারের টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় অপারগতা জানালে বিবাদী আসাদুজ্জামান রনি টাকা আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে বিবাদী তার স্ত্রীকে হুমকি প্রদান করেন যে, উক্ত টাকা না দিলে তাদের একসাথে থাকাকালীন ব্যক্তিগত মুহুর্তের গোপনে মোবাইল ফোনে ধারনকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে। বিবাদী তার দাবিকৃত টাকা না পেয়ে গত ইং ২৪/০৮/২০২৩ তারিখ ভিকটিমের (তার স্ত্রীর) ফেইসবুক একাউন্ট ও জি-মেইল হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করে এবং Eipsheta Akter Mim নামক ফেইসবুক আইডি হতে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ভিকটিমকে কল করে জানায় এই রকম আরো অনেক ভিডিও এবং ছবি তার মোবাইলে সংরক্ষিত আছে। দাবীকৃত টাকা না দিলে বিবাদীর কাছে সংরক্ষিত থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিকটিম কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে। বিবাদীর উক্তরুপ হুমকিতে ভিকটিম মোছাঃ ইপসিতা আক্তার মীম আইনগত সহায়তা চেয়ে জাতীয় জরুরী সেবা/৯৯৯ এ কল দিলে জাতীয় জরুরী সেবা/৯৯৯ আইনগত সহায়তা প্রদানের জন্য ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ইউনিটে যোগাযোগ করিয়ে দেয়। ভিকটিম ইং ২৫/০৮/২০২৩ তারিখ ২ এপিবিএন এর মেইলে তার ই-মেইল ও ফেইসবুক আইডি হ্যাক হওয়ার কথা উল্লেখ পূর্বক অভিযোগ করেন এবং ২৭/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ করেন একই তারিখ ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় জিডি নং ৩৬৫০ তারিখ- ২৭/০৮/২০২৩ খ্রিঃ দায়ের করেন। ভিকটিমের উক্ত জিডি ও অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন এর সাইবার ইউনিট (মেটা১/২) ভিকটিমের উক্ত ই-মেইল উদ্ধার করে এবং ভিকটিমের অশ্লীল ভিডিও আপলোড করা ফেইসবুক আইডি Eipsheta Akter Mim ডিজেবল করে। পরবর্তীতে এপিবিএন হেডকোয়ার্টার্সের সিআইএ শাখার উন্নত প্রযুক্তির সহায়তায় বিবাদীর অবস্থান সনাক্ত করে। অদ্য ০৩/৯/২০২৩ তারিখ ০৩.৩৫ ঘটিকার সময় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোঃ আঃ জলিল এর নেতৃত্বে সাইবার টিম (মেটা-১/২) সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিবাদী আসাদুজ্জামান রনিকে তার নিজ এলাকা হতে ধৃত করেন এবং তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করে পর্যালোচনা করলে ভিকটিমসহ একাধিক নারীদের অশ্লীল, কুরুচিপূর্ন ছবি ও ভিডিও পাওয়া যায়। পরবর্তীতে ধৃত আসামীকে ময়মনসিংহ কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানা একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements