২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের এসআই (নিরস্ত্র)/মাইকেল বনিক ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বালাঘাটা বাজারস্থ মাছ বাজারের সামনে হতে আসাথানা-ছাগলনাইয়া, মী- ১। মোঃ রুবেল বাদশা (২৭), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-মোছাঃ মিনু আরা বেগম, সাং-পাংনা হাট, জেলা-ফেনি এ/পি বনরুপা পাড়া (সৈয়দ মাঝির বাড়ির ভাড়াটিয়া), ২। শ্রী রুবেল দাশ (৩০), পিতা-শ্রী মিলন দাশ, মাতা-স্বপ্না দাশ, সাং-সরদার হাট, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম এ/পি ইসলামপুর (কাজলের বাড়ির ভাড়াটিয়া), ৩। মোঃ আকতার হোসেন (৩৪), পিতা- মৌলভী আবদুল খালেক, মাতা-ফাতেমা বেগম, সাং- বালাঘাটা বাজার এলাকার মৌলভীবাড়ী সর্ব থানা- বান্দরবান সদর. জেলা- বান্দরবানদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামীদের নিজ হেফাজত হতে ১০০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়। এ সময় ৪। মোঃ কাজল হোসেন (২৩), পিতা-আবুল কাশেম, সাং-বালাঘাটা মাছ বাজার, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়, এ বিষয়ে ধৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-১১, তারিখঃ ১৭/৯/২৩খ্রিঃ মূলে, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।