২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের সাইবার টিম (মেটা-১/২) মোবাইল হারানো জিডির কপিসমূহ যথাক্রমে ১। মুক্তাগাছা থানার জিডির নম্বর-১১৭৮, তারিখ-২৩/১০/২০২৩খ্রিঃ ২। মুক্তাগাছা থানার জিডির নম্বর-১২৬৯, তারিখ-২৫/৬/২০২৩খ্রিঃ ৩। মুক্তাগাছা থানার জিডির নম্বর-৫১৪, তারিখ-১০/৮/২০২৩খ্রিঃ ৪। বিজয়নগর থানার জিডির নম্বর-৩৩৪, তারিখ-০৭/৯/২০২৩খ্রিঃ ৫। লালবাগ থানার জিডি নম্বর-১০৬৯, তারিখ-২৩/০৮/২০২৩ খ্রিঃ ৬। ধামরাই থানার জিডি নম্বর-৫৮৯, তারিখ-১৩/১১/২০২৩ খ্রিঃ ৭। ধামরাই থানার জিডি নম্বর-২৫৮৫, তারিখ-২৯/০৯/২০২৩ খ্রিঃ ৮। ধামরাই থানার জিডি নম্বর-১৭১১, তারিখ-২৩/১০/২০২৩ খ্রিঃ ৯। ধামরাই থানার জিডি নম্বর-১১১৭, তারিখ-১২/০৯/২০২৩ খ্রিঃ) সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল 1| Realme C25S 2| C20A 3| SUMSANG Galaxy A13 4| Galaxy A12 5| Redme Note 1i 6| OPPO 7| One Plus 8। ITEL VISION 3 9| Samsung galaxy M13 সর্বমোট ০৯ টি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে ইং ১৯/১১/২০২৩ তারিখে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের উপস্থিতিতে বিভিন্ন কোম্পানীর ০৯ টি মোবাইল ফোন প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় অত্র ব্যাটালিয়নের বিকিউএম (অতিরিক্ত পুলিশ সুপার), পুলিশ পরিদর্শক(নিঃ), অপস্ এ্যান্ড ইন্টেলিজেন্স এবং এএসআই (নিঃ) সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রমূখ উপস্থিত ছিলেন।