Achivement

ডেঙ্গু পরীক্ষার সরকার কর্তৃক নির্ধারিত ফ্রি'র থেকে অতিরিক্ত ফ্রি নেওয়ায় ০৪টি হাসপাতালে জরিমানা আদায়।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন এর অপাঃ এন্ড ইন্টিঃ শাখার সিসি নং- ৫০/২৩, তারিখ- ২৫/৭/২০২৩ খ্রিঃ মূলে ময়মনসিংহ সদর থানা এলাকায় অদ্য ইং-২৫/৭/২০২৩ তারিখ জনাব, আব্দুস ছালাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ময়মনসিংহের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ডেঙ্গু পরীক্ষার সরকার কর্তৃক নির্ধারিত ফ্রি`র থেকে অতিরিক্ত ফ্রি আদায় করায় ০৪ (চার)টি হাসপাতাল যথাক্রমে ১। মেডিসিন ডায়াগোনস্টিক সেন্টার, ২৯১, চরপাড়া, কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ২। দি নিউ জনতা ডায়াগোনস্টিক এন্ড হাসপাতাল, কে ২২,০০০/- (বাইশ হাজার) টাকা,  ৩। নিহাদ ডায়াগোনস্টিক সেন্টার, চরপাড়া, কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৪। সন্ধানী স্পেশালাইজড হসপিটাল, চরপাড়া, কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সর্বমোট ৯২,০০০/- (বিরানব্বই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।  

Our others achivements