২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অপারেসন এন্ড ইন্টেলিজেন্স শাখার এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ০৪/৬/২০২৩খ্রিঃ তারিখ ১৯.৫০ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানাধীন আলহেরা মাদ্রাসা মোড়স্থ মৃত জামাল খানের দোকানের ভাড়াটিয়া লাবিব ক্রোকারিজের দোকানে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম@লাবিব(৩৮),পিতা- মোঃ হাবিবুর রহমান খান, মাতা- মোছা- শিউলি আক্তার, সাং- উত্তর তারাটিয়া, থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করে। তার হেফাজত হতে তার ব্যবহৃত ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পর্যালোচনা করিয়া অন লাইন জুয়া পরিচালনার সাইড (ag.7wicket.Live) এর মাস্টার এজেন্ট একাউন্ট Khan Vai1 ও Habibsup যাতে বর্তমান ব্যালেন্স (ডিজিটাল মুদ্রা) PBU-4411.1 পাওয়া যায়। এছাড়াও জুয়া খেলা পরিচালনার জন্য একাধিক 7wicket আইডিসহ VELKI ও অন্যান্য আইডি পাওয়া যায়। ধৃত আসামী দীর্ঘদিন যাবত নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। ধৃত আসামী অনলাইনের মাধ্যমে জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় প্রকাশ্য জুয়া আইন ততসহ ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।