Achivement

২ এপিবিএন সাইবার টিম কর্তৃক ০১টি Babu88 অনলাইন জুয়ার আইডি (যার Username-robidas1) এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ ০১ জন অনলাইন জুয়ারী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন এর সাইবার সেলের একটি দল ((মেটা-৪/৫))‘র এসআই (নিঃ)/মাইকেল বনিক কর্তৃক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২/০৮/২০২৩খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকার সময় বান্দরবান জেলার সদর থানাধীন ০৪নং সুয়ালক ইউনিয়নের ০১নং ওয়ার্ডের সুয়ালক বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে নিশিতা টেলিকম নামের দোকানের ভিতর হইতে আসামী- রবি দাশ (৩১) কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর ডান হাতে থাকা ০১ টি সচল সোনালি রংয়ের SAMSUNG J5 Prime অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পর্যালোচনা করে Babu88, Sky33BD, JeetWin I Nagad88 অনলাইন জুয়া খেলার ০৪টি এ্যাপস পাওয়া যায় এবং Babu88 এ্যাপস পর্যালোচনা করে robidas1 নামে একটি এ্যাকাউন্ট পাওয়া যায় যার User ID- Robidas যাতে তার বর্তমান সর্বমোট ব্যালেন্স (বাংলাদেশী মূদ্রা) ১৪৯০.৭০ (চৌদ্দশত নব্বই টাকা সত্তর পয়সা) আছে এবং Babu88 এ্যাপস আরো পর্যালোচনার মাধ্যমে দেখতে পাই যে, ধৃত আসামী বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন পরিমাণের অনলাইনে জুয়ার অর্থ লেনদেন করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৪, তারিখ-২৩/০৮/২০২৩খ্রিঃ প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনেরএর ৩০(২) ধারায় মামলা রুজু করা হয়।

Our others achivements