Achivement

২ এপিবিএন কর্তৃক একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-২৩১/২৩, তারিখঃ ০১/১২/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ) মাইকেল বনিক ও এএসআই (সঃ) মোঃ রবিউল করিম সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন তালুকদার পাড়া এলাকায় অবস্থানকালে ইং ০১/১২/২০২৩ তারিখ ১৩:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেরানিহাট থেকে বান্দরবানগামী লোকাল পূবালী বাস, গাড়ী নং- চট্ট মেট্রো-ব-০৫-০০৮২ গাড়ীযোগে একজন মাদক ব্যবসায়ী বান্দরবান শহরে মাদক বিক্রয়ের জন্য আসতেছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অদ্য ইং ০১/১২/২০২৩ তারিখ সময় ১৪:১০ ঘটিকায় বান্দরবান জেলার সদর থানাধীন ০৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারস্থ জেলা পরিষদ টোল আদায় চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর উক্ত গাড়ী থামিয়ে সন্ধিগ্ধ ব্যক্তিকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী করে ১। মোঃ আরমান (২৪), পিতা-মোহাম্মদ হারুন, মাতা-রুকিয়া বেগম, সাং-ধামীর ঘোনা, ইউনিয়ন-আধুনগর, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এ/পি সাং- জালালাবাদ, ক্যাচিং ঘাটা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান এর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-২, তারিখঃ ০১/১২/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।

Our others achivements