Achivement

২ এপিবিএন সাইবার টিম (মেটা-১/২) কর্তৃক প্রাক্তন সহকর্মীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদান করায় ২ এপিবিএন ফেক ফেইসবুক আইডি ডিজেবল পূর্বক একটি মোবাইল উদ্ধারসহ গ্রেফতার ০১ জন।

ভিকটিম মাইসাতুল হাফসা(২৪) বিগত চার বছর যাবৎ জাপান গার্ডেন টোকিও স্কয়ার মার্কেটে সেলস গার্লের চাকুরি করতো, ভিকটিমের সাথে মোঃ ইমদাদুল হোসেন ইমন(২২) একই মার্কেটে একই দোকানে সেলসম্যানের চাকুরি করতো। আনুমানিক ২ মাসে আগে মোঃ ইমদাদুল হোসেন ইমন(২২) এর চাকুরি চলে যায়। তার চাকুরি চলে যাওয়ায় সে ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ইমো আইডি থেকে ছবি সংগ্রহ করে তা এডিট করে অশ্লীল ভাবে বিকৃত করে “চটি গল্পের জগৎ“ ম্যাসেঞ্জার আইডি থেকে ভিকটিমের ম্যাসেঞ্জার আইডিতে প্রেরণ করে যা ইং ১২/৮/২০২৩ তারিখে সময় অনুমান ১০.০০ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ীতে অবস্থানকালে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনের ফেইসবুকে‘র ম্যাসেঞ্জারের আইডিতে দেখতে পায় এবং ভিকটিমকে তার অশ্লীল ছবি ও ভিডিও ধৃত আসামীর ম্যাসেঞ্জার আইডিতে প্রেরণ করতে বলে তা না হলে ভিকটিমের ইমো আইডি থেকে নেওয়া এডিট করে বিকৃত করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে মর্মে হুমকি প্রদান করে। তৎপেক্ষিতে ভিকটিম হাজারীবাগ থানায় জিডি নং- ৭০৮ তারিখ-১২/০৮/২০২৩ খ্রিঃ দায়ের করে এবং ভিকটিম ফেইসবুক আইডি ব্যবহার হতে বিরত থাকে এবং আইনগত সহায়তার জন্য ২ এপিবিএন এর ফেইসবুক পেজে প্রেরণ করে। তৎপ্রেক্ষিতে ২ এপিবিএন এর সাইবার টিম (মেটা-১/২) “চটি গল্পের জগৎ“ আইডিটি ডিজেবল করে (হাজারীবাগ থানার জিডি নং- ১২৩৫ তারিখ- ২১/০৮/২০২৩ খ্রিঃ)। ধৃত আসামী পরবর্তীতে ভিকটিমের ফেইসবুক আইডি বন্ধ থাকায় এবং তার আইডি ডিজেবল করায় রাগে ক্ষিপ্ত হয়ে Arash Hub ফেইসবুক আইডি থেকে ভিকটিমের কর্মস্থলের কলিগ তানভির আহম্মেদকে তার ফেইসবুক আইডি Tanvir Ehsan এর ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে বলে যে, ভিকটিম যদি ধৃত আসামীর সাথে যোগাযোগ না করে তাহলে ভিকটিমের আপত্তিকর ছবি ভিকটিমের আত্নীয় স্বজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে। ভিকটিম তার কথামত উক্ত যোগাযোগ না করায় ভিকটিমের স্বামীর ফেইসবুক আইডি Ft Imran Maisha তে ভিকটিমের আপত্তিকর ছবি প্রেরণ করে একই সাথে বলে যে, ভিকটিমের এই রকম আরো অনেক ছবি তার কাছে আছে। ভিকটিম যদি তার সাথে যোগাযোগ না করে তাহলে সে অশ্লীল ছবি গুলো পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে। ধৃত আসামী ভিকটিমের ইমো/ফেইসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে এবং একই সাথে চাকুরি করার সুবাদে ধৃত আসামীর মোবাইলে কৌশলে ধারনকৃত ভিকটিমের ব্যাক্তিগত ছবি তার মোবাইল ফোনের মাধ্যমে Ai Tools দিয়ে এডিট করে অশ্লীল ছবি প্রস্তুত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে ভিকটিমকে মানসিক নির্যাতন করে।তার উক্তরুপ হুমকিতে ভিকটিম ভীত হয়ে পুনরায় হাজারীবাগ থানার জিডি নং ১২৩৫ তারিখ- ২১/০৮/২০২৩ খ্রিঃ দায়ের করে এবং আইনগত সহায়তা চেয়ে জাতীয় জরুরী সেবা “৯৯৯“ এ কল করে অভিযোগ জানায়। জাতীয় জরুরী সেবা “৯৯৯“ হতে ভিকটিমকে আইনগত সহায়তা প্রদানের জন্য ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ইউনিটে যোগাযোগ করিয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম “৯৯৯“ এর মাধ্যমে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ইউনিটে অভিযোগ করে এবং আইনগত সহায়তা চেয়ে হাজারীবাগ থানার জিডি কপি ২ এপিবিএন এর সাইবার ইউনিটে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিমের জাতীয় জরুরী সেবা “৯৯৯“ এর অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন এর সাইবার টিমের (মেটা-১/২) পুলিশ পরিদর্শক(নিঃ) এএসএম সামসুদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২ এপিবিএন এর সাইবার ইউনিট উন্নত প্রযুক্তির সহায়তায় এবং এপিবিএন হেডকোর্টার্সের সিআইএ সেলের সহযোগীতায় ধৃত আসামীর অবস্থান সনাক্ত করে। ইং ২২/০৮/২০২৩ তারিখ ২০.০০ ঘটিকায় ঢাকা ডিএমপি‘র মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ হাউজিং রোড নং- ১/২ এলাকা হতে মোঃ ইমদাদুল হোসেন ইমন(২২)‘কে তার ব্যবহৃত ০১(এক) টি মোবাইল ফোন (আইফোন-৭) সহ গ্রেফতার করেন। ধৃত আসামীর জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় ড্রেস রিমুভার Ai Tools ব্যবহার করে এডিট করা ভিকটিমসহ অন্য মেয়েদের অশ্লীল বিকৃত ছবি পাওয়া যায়। ধৃত আসামীর বিরুদ্ধে ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার মামলা নং- ৩৮ তারিখ- ২৩/৮/২০২৩ খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩) রুজু করা হয়।

Our others achivements