Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-২২৪/২৩, তারিখঃ ১৫/১১/২০২৩ খ্রিঃ মূলে এএসআই(নিঃ) মোঃ নবীন মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন তালুকদারপাড়া বাজারে অবস্থানকালে ইং ১৬/১১/২০২৩ তারিখ ০০:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ০৯নং ওয়ার্ডের টিএন্ডটি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১। মোঃ শফি উল্লাহ(৫০), পিতা-মৃত মোঃ আলী, মাতা-মৃতআম্বিয়া খাতুন, সাং-লাল মোহনবাগান, কানাপাড়া, ০৯নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ০২। মোঃ আলী(৪৮), পিতা-মৃত সুলতান আহাম্মেদ, মাতা-মৃতফাতেমা বেগম, সাং-কানাপাড়া, ০৯নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবানসদর, জেলা-বান্দরবান’দের হেফাজত হতে ৫০(পঞ্চাশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতঃ উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ৮, তারিখঃ ১৬/১১/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

Our others achivements