২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং৮৫/২৪, তারিখঃ ১৫/০৫/২০২৪ খ্রিঃ মূলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুউদ্দিন, এসআই (নিরস্ত্র)/ মোঃ জামাল হোসেন ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন রেইচা বাজারে অবস্থানকালে ইং ১৫/০৫/২০২৪ তারিখ ১৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সদর থানাধীন বান্দরবান-কেরানিহাট রাস্তায় সুয়ালক বাজার সংলগ্ন সুয়ালক ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে আসামী- ১। মোঃ শফিউল আলম ফয়সাল (২৩), পিতা-মোঃ ইসহাক, মাতা- হোসনে আরা বেগম, সাং-হাজিগাঁও, ০২ নং ওয়ার্ড, ০৬নং বারখাইন ইউনিয়ন, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে একটি নাম্বার বিহীন সিএনজিসহ ৭০ (সত্তর) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৭, তারিখঃ ১৫/০৫/২৪ খ্রিঃ মূলে ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ২৪(খ)/৩৮ নধারায় মামলা রুজু করা হয়।