Achivement

অনলাইন জুয়া খেলার WINBDT, 9WICKETS সাইটের ০২ টি অনলাইন জুয়া আইডি উদ্ধার ও ০১ জন অনলাইন জুয়ারি তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার সেলের এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আব্দুল গণি ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন তারাটি গ্রামস্থ তারাটি চড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধৃত আসামীর ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ১। মোঃ আবু রায়হান (৩০), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ বুলবুলি খাতুন, সাং- তারাটি পশ্চিম পাড়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ‘কে আটক করে। ধৃত আসামির শরীর তল্লাশি করে তার ডান হাতে ধরা অবস্থায় ০১ টি সচল সিয়েরা নীল (Sierra Blue) রংয়ের Iphone 13 pro Max মোবাইল ফোন, মডেল নং-MLLW3B/A জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইন জুয়ার WINBDT সাইটে ০১ টি একাউন্ট (যার আইডি নং-410001009, User Name- rihane9) এবং 9WICKETS সাইটে ০১ টি একাউন্ট (যার আইডি নং-024410001009) পাওয়া যায়।ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ উক্ত ০২ টি আইডি দ্বারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে।বর্ণিত ০২ টি আইডির ট্রানজেকশন বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে, ধৃত আসামী বর্ণিত ০২ টি আইডিতে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন অংকের টাকা লেনদেন করেছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তাগাছা থানায় সৌপর্দ করা হলে ফৌঃ কাঃ বিঃ ৫৫ ধারায় গ্রেফতার করে ফৌঃ কাঃ বিঃ ১০৯ ধারায় প্রসিকিউশন দাখিল করতঃ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ পূর্বক ধৃত আসামীকে চালান করা হয়। (মুক্তাগাছা থানার জিডি নং- ৯৯৫ তারিখ- ১৯/০৯/২০২৩ খ্রিঃ)

Our others achivements