২৩ এপ্রিল ২০২২ রোজ শনিবার ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া আইডিয়াল মোড় সাকিনস্থ তুষার ষ্টোরের সামনে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২ এপিবিএন এর অপারেশন টিম। উক্ত অভিযানে আসামী মোঃ শাহিন(২১), পিতা-আঃ ছালাম, মাতা-আমেনা বেগম, সাং-নাথপাড়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে ৮০(আশি) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।