অদ্য ইং ২৪/০২/২০২৩ তাং ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৪/০২/২৩ খ্রিঃ বান্দরবান সদর থানাধীন নীলাচল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে সকাল ১১:৩০ বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ, ডিসি অফিসের পিছনে, পাসপোর্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী-১। এস এম হোছাইন টিটু (৩০), পিতা-মৃত জেড এ দিদার হোসেন চৌধুরী, মাতা-জান্নাত আরা বেগম, বর্তমান ঠিকানাঃ- সাং-বাজার পাড়া ২নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, জেলা-বান্দরবান স্থায়ী ঠিকানাঃ- উত্তর ঘুনিয়া, পোষ্ট-ফাঁসিয়াখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ৩০০ (তিনশত) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহারিত ০৪(চার) টি মোবাইল ফোন সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।