Achivement

২৬/০২/২০২২খ্রিঃ তারিখ ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ ০২ জনকে গ্রেফতার

গত ২৬/০২/২০২২খ্রিঃ তারিখ শনিবার বিশ্বস্ত মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) জনাব মোহাম্মদ সারওয়ার আলম মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার কতিপয় চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে স্বীয় অধিক্ষেত্রে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান-কালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন কোসমাইল এলাকা থেকে অভিযুক্ত শ্রী পলাশ চন্দ্র দাস (২৪), পিতা মৃত-নিরেন চন্দ্র দাস,মাতা-মিনতী চন্দ্র দাস, সাং-কোসমাইল টেকিপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ’কে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট-সহ এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নামা মহিষ তারা এলাকা থেকে অভিযুক্ত মোঃ ইসরাফিল হোসেন (২২), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-খোদেজা খাতুন, সাং-নামা মহিষ তাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ’কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিগণ নিজেরা নিয়মিতভাবে উল্লেখিত মাদকদ্রব্যসমূহ সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তা কেনাবেচায় জড়িত রয়েছেন মর্মে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক বিরোধী চলমান অভিযান সফল করতে আমাদেরকে তথ্য দিয়ে পাশে থাকুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Our others achivements