গত ১২/০৩/২০২২খ্রিঃ তারিখ শনিবার বিশ্বস্ত মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য সহ-অধিনায়ক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার কতিপয় চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে স্বীয় অধিক্ষেত্রে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন জাফর আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত মনছুর আলম @ আলী (২৮), পিতা- মৃত মোঃ সোবহান মিয়া, মাতা-মমতা বেগম, সাং-শালিকা (জাফর আলী উচ্চ বিদ্যালয় পূর্ব পার্শ্বে) থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রিত নগদ ২০,৩০০/- (বিশ হাজার তিনশত)টাকা-সহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিয়মিতভাবে ইয়াবা সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচায় জড়িত রয়েছেন মর্মে স্বীকার করেন। তার বিরুদ্ধে বিধি মোতাবেক নিকটস্থ মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ক্রমিক ১০ (ক) মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক বিরোধী চলমান অভিযান সফল করতে আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পাশে থাকুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।