Achivement

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার ০১।

অদ্য ০৬/০২/২০২৩ খ্রিঃ তারিখ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিজ অধিক্ষেত্রে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে বিশ্বস্ত মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন সুহিলী বাজার মুক্তাগাছা থানার মামলা নং-১২৭/১৯ N.I.Act-138 ধারা যুগ্ন দায়রা জজ ১ম আদালত, ময়মনসিংহ এর দায়রা নং- ২০৭৫/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ লুৎফর রহমান, প্রোঃ মেসার্স মামুন পোল্ট্রি এন্ড ফিসফিড, পিতা- আঃ গফুর, মাতা- আমেনা খাতুন, সাং- সুহিলী, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় সৌপদ্দ করা হয়েছে।

Our others achivements