Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক পরিত্যক্ত ২০ লিটার চোলাই মদ উদ্ধার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন রিয়ার হেডকোর্য়ারটার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-৮৬/২৪, তারিখ-১৫/০৫/২০২৪ খ্রিঃ মূলে এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক, এএসআই নুর আলম ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানাপাড়া এলাকায় অবস্থান করাকালে ইং ০৪/০৬/২০২৪ তারিখ ২২.৩০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বান্দরবান সদর থানাধীন স্টেডিয়াম এলাকার পার্শ্বে কতিপয় লোক মদ ক্রয় বিক্রয় করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া তাৎক্ষনিক নির্দেশ মোতাবেক সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২২.৩০ ঘটিকায় বান্দরবান সদর থানাধীন ০৬ নং ওয়ার্ড স্টেডিয়াম সংলগ্ন নোয়াপাড়া ব্রিজের উপর অভিযান পরিচালনা করলে কতিপয় ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনাস্থলের আশেপার্শ্বে তল্লাশী করিয়া পরিত্যক্ত অবস্থায় (ক) একটি সাদা প্লাস্টিকের চালের বস্তার মধ্যে সাদা ডাবল পলিথিন দিয়ে মোড়ানো ১০ (দশ) প্যাকেটের মধ্যে ২০ (বিশ) লিটার দেশিয় তৈরি চোলাই মদ যাহার প্রতি প্যাকেটে ০২ (দুই) লিটার করিয়া। যাহার বাজার মূল্য (২০×৪০০)=৮,০০০/- (আট হাজার) টাকা উপস্থিত স্বাক্ষিদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। এ বিষয়ে বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরী নম্বর-১৯২, তারিখ-০৫/০৬/২০২৪ খ্রিঃ মূলে উল্লেখিত আলামত বান্দরবান সদর থানায় বুঝিয়ে দেওয়া হয়।

Our others achivements