২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) সৈয়দ আসাদুজ্জামান এর নেতৃত্বে অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-১২/২৪, জিডি নং-৯৪/২৪, তারিখ-২৮/০৩/২০২৪ খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন উক্ত থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ডে অবস্থানকালে ইং ২৮/০৩/২০২৪ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পৌরসভার ০৬নং ওর্য়াড, হাজিরভিটা এলাকায় কতিপয় ব্যক্তি মোবাইলের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ একই তারিখ ১৫.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ হাজির ভিটা গ্রামের বাসা হোল্ডিং নং-৬২৫ জনৈক কামরুল ইসলামের বাড়ি সংলগ্ন আসামীর নিজের মুদির দোকানে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ আবু রায়হান(২৫), পিতা- মোঃ কামরুজ্জামান, মাতা- হামিাদা খাতুন, সাং- কাজির ভিটা, পৌরসভা ০৬নং ওয়ার্ড, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ‘কে ধৃত করে। উপস্থিত সাক্ষি’দের উপস্থিতিতে ধৃত আসামীর দোকান তল্লাশি করে সর্বমোট ০৩ (টি) অ্যান্ড্রয়েট মোবাইল ফোন (সচল) এবং ০১ (এক) টি ল্যাপটপ জব্দ করা হয়। ধৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর দখল হতে জব্দকৃত মোবাইল ফোন এবং ল্যাপটপের Google Chrome Browser History এবং মোবাইল এ্যাপস্ পর্যালোচনা করে ag.winxs365.live সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট (যার User Name- surjobhai365, যাতে বর্তমান ব্যালেন্স- 360 USD) এবং ag.gamex.bet সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট(User Name- 009BROTHER, যাতে বর্তমান ব্যালেন্স- 275.83 PTH) Bet360.live সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট (যার user Name- raju360, যাতে বর্তমান ব্যালেন্স- 379.08 PBU) এবং Fairsky247 সাইটের এজেন্ট একাউন্ট (যার User Name- surjo247) সহ বিভিন্ন সময়ে জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া যায়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল এ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলে এবং অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে এলাকায় খেলা পরিচালনা করে আসছে। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-২৮/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।