২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-১৯/২৪, তারিখঃ ০৩/০২/২০২৪ খ্রিঃ মূলে এএসআই (নিঃ)/২১৭০ মোঃ নবীন মিয়া ও নায়েক/২১৯৬ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানা পাড়া বাজারে অবস্থানকালে ইং ০৩/০২/২০২৪ তারিখ ২১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ উজানীপাড়া সাকিনস্থ চেয়ারম্যান গলি (নদীর পাড়) মৃত ইসহাক এর ত্রিপলের দোচালা বসত ঘরে অভিযান পরিচালনা করে আসামী- ১। নুরুন্নাহার ওরফে মনি (৩৪), পিতা-মৃত মোঃ ইসহাক, মাতা-হাজেরা খাতুন, এনআইডি নং-৭৩৪৩০১৩৪১৮, সাং-উজানী পাড়া, চেয়ারম্যান গলির নদীর পাড়, ০৫নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান এর হেফাজত হতে ১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০২, তারিখঃ ০৪/০২/২৪ খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।