Achivement

২ এপিবিএন এর অভিযানে ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটর সাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-০৬/২০২৪ তারিখঃ ১৯/০২/২০২৪ খ্রিঃ মূলে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে ঘাটাইল থানাধীন হাসমতের মোড়ে অবস্থানকালে ইং ১৯/০২/২০২৪ তারিখ ২৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ১৪নং সাগরদিঘী ইউনিয়নের ফুলমালির চালা গ্রামের রনজিত বর্মনের বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য দেশীয় মদ ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ইং ১৯/০২/২০২৪ তারিখ রাত্র ২৩.৩০ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টাঙ্গাইল জেলার টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ১৪নং সাগরদিঘী ইউনিয়নের ফুলমালির চালা গ্রামের রনজিত বর্মনের বাড়িতে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। অমুল্য চন্দ্র বর্মন (২৪), পিতা-রনজিত বর্মন, মাতা-মৃত লক্ষী রানী, সাং-ফুলমালির চালা, ১৪নং সাগরদিঘী ইউনিয়ন, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল এবং ধৃত আসামী ২। মোঃ চান মাহমুদ (৪৫), পিতা- মোঃ মোখছেদ আলী, মাতা-সামর্ত বানু, সাং-দেবরাজ, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়দের গ্রেফতার করা হয়। উপস্থতি সাক্ষীদের উপস্থিতিতে (ক) ধৃত ১নং আসামী অমুল্য চন্দ্র বর্মন এর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ১০ লিটার চোলাই মদ, যা একটি প্লাস্টিকের কর্ক যুক্ত জারকিনের মধ্যে ০৫ লিটার, ০২ টি সাদা প্লাস্টিকের কর্ক যুক্ত বোতলের প্রতিটিতে ০২ লিটার করিয়া ০৪ লিটার, অপর একটি সাদা প্লাস্টিকের কর্ক যুক্ত বোতলের মধ্যে ০১ লিটার, সর্বমোট=(৫+৪+১)=১০ লিটার। প্রতি লিটার মদের দাম ২০০/- টাকা করে (১০ X ২০০)=২,০০০/- (দুই হাজার) টাকা, (খ) ০১টি নম্বর বিহীন লাল রঙ্গের পুরাতন (সচল) Pulsar মটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHGBTB04923, চেচিস নং- MD2DHDHZZTCB14353 উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এসআই(নিঃ) আঃ জলিল জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চোলাই মদ ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানান। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মামলা নং-১৪, তাং-২০/০২/২০২৪ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements