বান্দরবান সদর থানার জিডি নং-১১৭, তাং-০৩/০৬/২০২৩খ্রিঃ মূলে ভুক্তভোগী মিঠু চন্দ্র ঘোষ, গত ০৩/০৬/২০২৩খ্রিঃ তারিখ ১৭:০৫ ঘটিকার সময় নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নং-০১৬০১৫২২৩১৬ থেকে অপর একটি নগদ এজেন্ট অ্যাকাউন্ট নং-০১৬১৮৭২৫৮৫৭ তে ২৪,৯৭০/- টাকা পাঠানোর সময় ভুলক্রমে নগদ অ্যাকাউন্ট নাম্বার -০১৬১৮৭২৫৪৫৭ তে চলে যায়। নগদ একাউন্টের তথ্য নগদ কাস্টমার কেয়ারে প্রেরণ করা হলে কাস্টমার কেয়ার হতে টাকা ফেরবিষয় ঃ নগদ অ্যাকাউন্ট থেকে ভুলক্রমে চলে যাওয়া ২৪,৯৭০/- টাকা উদ্ধার। ঘটনার বিবরণঃ বান্দরবান সদর থানার জিডি নং-১১৭, তাং-০৩/০৬/২০২৩খ্রিঃ মূলে ভুক্তভোগী মিঠু চন্দ্র ঘোষ, গত ০৩/০৬/২০২৩খ্রিঃ তারিখ ১৭:০৫ ঘটিকার সময় নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নং-০১৬০১৫২২৩১৬ থেকে অপর একটি নগদ এজেন্ট অ্যাকাউন্ট নং-০১৬১৮৭২৫৮৫৭ তে ২৪,৯৭০/- টাকা পাঠানোর সময় ভুলক্রমে নগদ অ্যাকাউন্ট নাম্বার -০১৬১৮৭২৫৪৫৭ তে চলে যায়। নগদ একাউন্টের তথ্য নগদ কাস্টমার কেয়ারে প্রেরণ করা হলে কাস্টমার কেয়ার হতে টাকা ফেরত প্রদানের জন্য উক্ত ব্যক্তিকে অনুরোধ করার পরও টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে জিডির কপি ২ এপিবিএন, মেঘলা বান্দরবানের সাইবার টিম সংগ্রহ করে, ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান, এর দিক নির্দেশনায় সাইবার টিমের ইনচার্জ এএসআই(নিঃ) আল-আবদুল্লাহ এর নেতৃত্বে সাইবার এনালাইসিস শাখায় কর্মরত সদস্যবৃন্দের প্রচেষ্টায় এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুল করে চলে যাওয়া নগদ অ্যাকাউন্ট নাম্বারঃ ০১৬১৮৭২৫৪৫৭ এর পরিচয় চিহ্নিত করে গত ১৭/০৬/২০২৩ খ্রিঃ ২৪,৯৭০/- টাকা উদ্ধার করা হয়। অদ্য ২১/০৬/২০২৩ খ্রিঃ উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।