Achivement

২ এপিবিএন এর অভিযানে ০৯ (নয়) গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান, এসআই(নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-৮৪/২৩, জিডি নং-০৬/২৩, তারিখ-০৩/১২/২০২৩ খ্রিঃ মূলে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ইং ০৩/১২/২০২৩ তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় ধনবাড়ী থানাধীন কয়াপাড়া এলাকার কয়াপাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধনবাড়ী থানাধীন কালীপুর গ্রামস্থ সায়েদ আলী খান এর বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ধনবাড়ী থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ কালীপুর গ্রামের সায়েদ আলী খান এর বাড়িতে একই তারিখ ১২.৫৫ ঘটিকায় পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ স্বপন ইসলাম শিপু ওরফে শিবু (৪২), পিতা- মৃত নজরুল ইসলাম ওরফে মুক্তা মিয়া, মাতা- রহিমা বেগম, সাং- মিয়াপাড়া, ২। মোঃ জুলহাস (৫৬), পিতা- মোঃ সায়েদ আলী, মাতা- মোছাঃ হাজেরা বেগম, সাং- কালিপুর, উভয় থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল’দ্বয়কে ধৃত করে। উপস্থিত স্বাক্ষী- ১। মোঃ বরকত আলী (৫১), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- কালিপুর (পৌরসভা), ২। মোঃ ইব্রাহীম (৪৫), পিতা-মৃত আহাম্মদ আলী, মাতা- সাহেরা বেগম, সাং- কয়াপাড়া, উভয় থানা- ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল, ৩। কং/২৮৭৪ মোঃ তৌফিক, বিপি-৯৭১৮২০৭১৭০, কর্মস্থল-২এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ’দের উপস্থিতিতে ১নং আসামী মোঃ স্বপন ইসলাম শিপু ওরফে শিবু (৪২) এর পরিহিত শার্টের বাম পাশের্^র বুক পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো ০৯ (নয়) গ্রাম লুজ হেরোইন যার মূল্য অনুমান (০৯দ্ধ১০,০০০)=৯০,০০০/- (নব্বইহাজার) টাকা ও মাদক বিক্রয়ের সর্বমোট=২৬০০/- (দুই হাজার ছয়শত)টাকা উদ্ধার পূর্বক ইং ০৩/১২/২০২৩ তারিখ ১৩.২০ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ আঃ জলিল জব্দ তালিকা মূলে জব্দ করে। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ স্বপন ইসলাম শিপু ওরফে শিবু (৪২)’কে জিজ্ঞাসাবাদে সে জানায় গ্রেফতারকৃত ০২নং আসামী মোঃ জুলহাস (৫৬) এর সহায়তায় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য লুজ হেরোইন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামতসহ ধনবাড়ী থানায় সোপর্দ করা হয় এবং তাদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং- ০২, তারিখ-০৩/১২/২০২৩ খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(খ)/৪১ রুজু করা হয়।

Our others achivements