২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোহাম্মদ আবদুল কাইয়ুম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখার অভিযান সিসি নং-১৭৭ তারিখ-১৪/০৯/২০২৩ খ্রিঃ মূলে বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভাস্থ মধ্যম পাড়া ০৪নং ওয়ার্ডস্থ এপ্রু মং মার্মা এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে একচালা টিনের ঘরের নিচে বাহিরে টয়লেটের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ৫৪ (চুয়ান্ন) লিটার দেশীয় চোলাই মদ উপস্থিত স্বাক্ষিদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। এ বিষয়ে বান্দরবান সদর থানার সাধারণ ডাইরী নং -৬৯৯, তারিখঃ ১৫/৯/২৩খ্রিঃ মূলে, উল্লেখিত আলামত বান্দরবান সদর থানায় বুঝিয়ে দেওয়া হয়।