২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম, ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৮/০৩/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন কানা পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী-১। আবু মে ওরফে ভূমি (৪৩), স্বামী-নিমু প্রু মারমা, পিতা-কালা মং, মাতা-মাসিং মে, সাং-মধ্যম পাড়া নদীর পাড়, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান‘কে তার বসতঘর হইতে নারী কনস্টেবল’দ্বয়ের মাধ্যমে আকট করা হয়। আটকের সময় আসামীর হেফাজত হইতে ৭১০ (সাতশত দশ) পিস লাল-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও ৭০ (সত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।