Achivement

২ এপিবিএন এর অভিযানে ৫০ (পঁঞ্চাশ) পিস অবৈধ নেশা জাতীয় Tapentadol ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার জিডি নং-৪৫/২৪, অভিযান সিসি নং-২৫/২৪, তারিখঃ ১১/৬/২০২৪ খ্রিঃ মূলে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ ডোয়াখোলা গ্রামের জনৈক মোঃ আলমগীর হোসেনের বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইং-১১/০৬/২০২৪ তারিখ রাত্র ২১.০০ ঘটিকার সময় মোঃ আকাশ আলী(২৪), পিতা- মৃত লালমিয়া, মাতা- আনজিলা খাতুন, সাং-ডোবাখোলা, পৌরসভা ০৫ নং ওয়ার্ড, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশি করে পরিহৃত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে সর্বমোট ৫০ (পঁঞ্চাশ) পিস অবৈধ নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট। যার ওজন ৫০০ মিলি গ্রাম, মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১৩, তারিখ-১২/০৬/২০২৪ খ্রিঃ, ধারাঃ-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ২৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements