২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং০৬/২৪, তারিখঃ ১৮/০১/২০২৪ খ্রিঃ মূলে এসআই (নিঃ) মাইকেল বনিক, এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানাপাড়া এলাকায় অবস্থানকালে ইং ১৮/০১/২০২৪ তারিখ ১৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বান্দরবান জেলার সদর থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ মধ্যম পাড়া মারমা বাজারের মেইন রোড সংলগ্ন নিউ লোকনাথ হেয়ার কাটিং সেলুন এর সামনে অভিযান পরিচালনা করে আসামী-১। মোঃ সাগর (২২), পিতা-মৃত হাফেজ আহমদ, মাতা-জাহানারা বেগম, সাংশিকলবাহা, ০২নং ওয়ার্ড, মাস্টার হাট, থানা-কর্নফুলী, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ১৫ (পনের) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৭, তারিখঃ ১৮/০১/২৪ খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ৩৬(১) সারণি ক্রমিক ২৪(খ) ধারায়