২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আাহমন খান এর সার্বিক দিক নির্দেশনায় এস.আই(নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১১/০৩/২০২ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বান্দরবান শহরের ০৮ মাদক মামলার চিহ্নিত আসামী আক্তার হোসেন, পিতা- মোঃ আবদুল খালেক'কে তার মাদক বিক্রয়ের ৭ জন সহযোগী পর্যায়ক্রমে ১। মোঃ আক্তার হোসেন (৩৪), ২। মোঃ সোহেল (২৬), ৩। মোঃ শাহীন (১৯), ৪। নুরুল আলম (২৭), ৫। রমজান আলী (২৭), ৬। রকি তংচঙ্গ্যা(২৪), ৭। নান্টু দাস, সহ সর্বমোট ০৮ (আট) জনকে বান্দরবান পৌরসভা বালাঘাটা বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামী আক্তার হোসেনের নিকট হইতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদের বিরেুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।