Achivement

পরিত্যাক্ত অবস্থায় ফরেষ্ট বিভাগের ২১০.৬২ ঘনফুট ঝাউ গাছ উদ্ধার।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং ১৮/০৮/২০২৩ তারিখ ভোর ০৬.০০ ঘটিকার সময় বান্দরবান সদর থানাধীন হলুদিয়া বাজার পয়েন্ট হতে দক্ষিনমূখি রাস্তার ১০০ গজ দূর হতে পরিত্যক্ত কাটা অবস্থায় ০৪ টি বড় ঝাউ গাছ (যথাক্রমে- ১। ৭.০x৫.৫= ১২.০৮, ২। ৭.০x৬.০= ১৫.৭৫, ৩। ৭.০x৫.৫ = ১২.০৮, ৪। ১১০.০x৫.০ = ১৭০.০০ সর্বমোট ২১০.৬২ ঘনফুট) উদ্ধার করা হয়।পরবর্তীতে জব্দ কৃত গাছ বড়দোয়ারা ফরেষ্ট বিভাগের বিট কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।

Our others achivements