Achivement

শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় অনলাইন জুয়ার একাধিক এজেন্ট একাউন্টসহ ০১ জন গ্রেফতার এবং নালিতাবাড়ী হতে ০১ জন ভিকটিম উদ্ধার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) সৈয়দ আসাদুজ্জামান এর নেতৃত্বে ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ২৮/২০২৪, জিডি নং- ০৪/২৪,তারিখ-০২/৭/২০২৪খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শেরপুর জেলায় বিশেষ অভিযান ডিউটি করাকালে নালিতাবাড়ী থানাধীন নন্নী বাজারে অবস্থানকালে ইং ০২/৭/২০২৪ তারিখ ২১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন গিলাগাছা গ্রামে কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ একই তারিখ ২১:৩০ ঘটিকার সময় শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন খড়খড়ি নদীর পার ব্রিজের পশ্চিম পাশে গিলাগাছা গ্রামের মতিউর রহমানের চায়ের দোকানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ১। মোঃ সোহাগ (২৪), পিতা- মৃত ছাবেদ আলী, মাতা- মোছাঃ মতিজা বেগম, সাং- নন্নী বাইগড় পাড়া, থানা- নলিতাবাড়ী, জেলা- শেরপুর’কে হেফাজতে নেয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে ০১ (এক) টি সচল VIVO Y17s মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বর্ণিত মোবাইলে ব্যবহৃত ০২ (দুই) টি সিম উদ্ধার পূর্বক ইং- ০২/৭/২০২৪ তারিখ ২১:৪৫ ঘটিকার সময় জব্দ করে। জব্দকৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার 9WICKETS সাইটে ০১ (এক) টি এজেন্ট একাউন্ট (যার User ID Name- Sohagmiaপাওয়া যায়। যাতে বর্তমান ব্যালেন্স (BDT) ১০,৪০০/- (দশ হাজার চারশত) টাকা বিদ্যামান। এছাড়াও অনলাইন জুয়া খেলা পরিচালনার জন্য জুয়া খেলার একাধিক সাইটে এজেন্ট একাউন্ট এবং অনলাইন জুয়া খেলা পরিচালনা করে বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার মামলা নং-০১, তারিখ-০৩/৭/২০২৪খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে, ভিকটিম সানজিদা আক্তার জিতু (১৮) নিখোজ হওয়া সংক্রান্তে তার মামা মোঃ তহিদুজ্জামান (২৭) বেনাপোল পোর্ট থানা, যশোরে একটি সাধারন ডায়েরী করে (যার নং-১০৬২, তারিখ- ২৭/০৬/২০২৪ খ্রিঃ)। এ সংক্রান্তে মোঃ তহিদুজ্জামান (২৭) জাতীয় জরুরী সেবা “৯৯৯” এর মাধ্যমে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে যোগাযোগ করে। পরবর্তীতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টাসের সিআইএ/এলআইসি শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের বর্তমান অবস্থান সনাক্ত করে ২ এপিবিএন এর আপারেশন শাখার এসআই (নিঃ)/ মোঃ রবিউল আউয়াল এর নেতৃত্বে আভিযানিক দল ইং ০১/৭/২০২৪ তারিখ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকা হতে উক্ত ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে ২ এপিবিএন অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার জিডি নং- ০৫, তারিখ-০১/৭/২০২৪খ্রিঃ মূলে উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্থান্তর করা হয়।

Our others achivements