Achivement

দুই কোটি টাকার আফিম সহ ০১ জনকে গ্রেফতার

০৪/১১/২০২২ খ্রিঃ ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্ত্বে ২ এপিবিএন অপারেশন এন্ড ইন্টেলিজেন্স টিমের অফিসার ও ফোর্স বান্দরবান থানচি থানাধীন থানচি সদর ইউপিস্থ ০১নং ওয়ার্ডের মেঘবতি রিসোর্ট নিকটস্থ জনৈক ইন্স ইমরো মিয়ার ভাড়াটিয়া বসত ঘরে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ কেজি আফিম যার অনুমান মূল্য ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা সহ আসামী জন ত্রিপুরা (৩৫), পিতা- মৃত সাদিরাম ত্রিপুরা, মাতা- মৃত চাইমা ত্রিপুরা, সাং- কালুপাড়া, ০১নং ওয়ার্ড, ৩৭১নং রেমাক্রী মৌজা, ০২নং রেমাক্রী ইউপি, থানা- থানচি, জেলা- বান্দরবানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানচি থানায় মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Our others achivements