Achivement

ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০২।

২ এপিবিএন মেঘলা, বান্দরবান এর এসআই(নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এবং সঙ্গীয় ফোর্সসহ ২ এপিবিএন এর অধিনায়ক মহোদয়ের সার্বিক নির্দেশনায় অদ্য ১৯/০২/২৩খ্রিঃ বান্দরবান সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে রাত অনুমান ০৪:২৫ ঘটিকায় বান্দরবান পৌরসভাধীন, ৮নং ওয়ার্ডস্থ, মেম্বারপাড়া এলাকার মৃত জৈনক অরুন চৌধুরীর ৪তলা ভবনের সামনে হতে আসামী ১। নয়ন চৌধুরী (৪৫), পিতা-অরুন চৌধুরী এবং আসামি ২। বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা, স্বামী-নয়ন চৌধুরী, উভয় সাং- মেম্বার পাড়া, ৮নং ওয়ার্ড, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবানদ্বয়কে সন্দেহ হলে ১নং আসামিকে তল্লাশি করলে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামিকে নারী কনস্টেবল দ্বারা তল্লাশি করলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট,মোট(৩৫৫+৫০=৪০৫) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য-১,২১,৫০০/- টাকা সহ ০৫(পাঁচ) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements