Achivement

২ এপিবিএন এর অভিযানে ২৯ (উনত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ)/ এ,বি,এম সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৮০/২০২৩ তারিখঃ ০৯/১১/২০২৩ ইং মূলে টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-০৯/১১/২০২৩ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় মধুপুর থানাধীন কাঠালতলী মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কারী বাসস্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন কারী বাসস্ট্যান্ডের মোতালেবের ফার্নিচেয়ারের দোকানের সামনে ইং-০৯/১১/২০২৩ তারিখ ১৯.১০ ঘটিকায় পৌছামাত্র একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১। মোঃ ইয়াছিন আলী (৩৭), পিতা- মোঃ ফজলুর রহমান, মাতা- রেহেনা বেগম, সাং- রানিয়াদ, থানা- মধুপুর, জেলা-টাঙ্গাইল কে ধৃত করে। উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার ডান হাতে ধরা অবস্থায় সাদা পলিথিনে রক্ষিত হালকা গোলাপি রংয়ের ২৯ (উনত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২৯.৯ গ্রাম, মূল্য অনুমান-(৩০০দ্ধ২৯)= ৮,৭০০/- (আট হাজার সাতশত) টাকা ধৃত আসামী নিজ হাতে বের করে দেওয়া মতে এসআই(নিঃ) আঃ জলিল জব্দ তালিকা মূলে জব্দ করে। জব্দ তালিকায় সাক্ষিদের স্বাক্ষর গ্রহন করে এবং নিজে জব্দ তালিকায় স্বাক্ষর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মধুপুর থানার মামলা নং-০৪, তাং-০৯/১১/২০২৩ খ্রিঃ, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)।

Our others achivements