Achivement

২ এপিবিএন এর অভিযানে ৫০(পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মাহিন্দ্রা গাড়ীসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এএসআই মোঃ রবিউল করিম সিকদার এবং সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৫/১১/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সদর থানাধীন মাঝের পাড়া এলাকায় অবস্থানকালে ইং ২৫/১১/২৩ খ্রিঃ ১৮:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ০৪নং সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের তিন রাস্তার মোড়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮:৩০ ঘটিকার সময় আসামী নয়ন তংচঁঙ্গা(৪০), পিতা- বীগনো সেন, মাতা- পুর নবী, বর্তমান সাং- নীলাচল টাইগার পাড়া, থানা- বান্দরবান সদর, স্থায়ী সাং- ক্যাং পাড়া, থানা- রোয়াংছড়ি, জেলা- বান্দরবান’কে তল্লাশি করে একটি তিন চাকা বিশিষ্ট কালো হলুদ রংয়ের মাহিন্দ্রা গাড়ীর ড্রাইভিং সিটের নিচে দুই লিটার প্লাস্টিকের পানির বোতলে ০৫(পাঁচ) টি বোতল দেশীয় তৈরি চোলাই মদ ও পিছনের ডালার ফাঁকা জায়গার মধ্যে হইতে ২০(বিশ) টি বোতল যাহার প্রতিটি দুই লিটার প্লাস্টিকের বোতলে দেশীয় তৈরি চোলাই মদসহ মোট ২৫(পচিশ) টি বোতল যাহা সর্বমোট (২৫×২)=৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যাহার মূল্য (৫০×৪০০)=২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং একটি তিন চাকা বিশিষ্ট নম্বর প্লেট বিহীন কালো হলুদ রংয়ের মাহিন্দ্রা গাড়ী যাহার পিছনে ইংরেজিতে ATUL লেখা আছে। বর্ণিত আলামত উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-১৪ তারিখ-২৬/১১/২০২৩খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements