Achivement

২ এপিবিএন কর্তৃক সাবেক স্বামীর চাহিদা মোতাবেক অর্থ দিতে না পারায় স্ত্রীর একান্ত সময়ের ছবি-ভিডিও শেয়ার স্বামী গ্রেফতার।

ভিকটিম মোছাঃ মারদিয়া আক্তার(২০), পিতাঃ- মোঃ নূরুল হক, মাতা- নূরুন নাহার, সাং- জারুয়া, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহের সাবেক স্বামী মোঃ আলমঙ্গীর হোসেন(২৫), পিতা- মোঃ আঃ জব্বার, সাং- নলদিঘী, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ এ/পি সাং- কুদ্দুসনগর, থানা- কোনাবাড়ী, জেলা- গাজীপুর তার ব্যাক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের একান্ত ব্যাক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও তাদের আত্বীয় স্বজনদের কাছে দেয় মর্মে জানতে পেরে গত ইং ০৮/০৮/২০২৩ তারিখ আইনগত সহায়তা চেয়ে ভিকটিম মোছাঃ মারদিয়া আক্তার(২০), জাতীয় জরুরী সেবা “999“ এ কল দিয়ে অভিযোগ জানালে জাতীয় জরুরী সেবা “999“ ভিকটিমকে ২ এপিবিএন, মু্ক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ইউনিটে যোগাযোগ করিয়ে দেয়। ভিকটিম মোছাঃ মারদিয়া আক্তার(২০), ২ এপিবিএন এর সাইবার ইউনিটে প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ করেন এবং ফুলপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং- ৭০০ তারিখ- ১০/০৮/২০২৩ খ্রিঃ। পরবর্তীতে ভিকটিমের দেওয়া জিডি ২ এপিবিএন এর সাইবার সেলের ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাইবার সেলের একটি চৌকস দল (মেটা-২)‘র এসআই(নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোঃ আলমঙ্গীর হোসেন(২৫)‘কে গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন বাইমাইল নামক স্থান থেকে গ্রেফতার করে তার নিজ ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে ভিকটিমের একাধিক আপত্তিকর ছবি, ভিডিও পাওয়া যায়।পরবর্তীতে ধৃত আসামীকে ফুলপুর থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মামলা নং- ১৩, তারিখ- ১৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২, এর ৮(১)/৮(২) রুজু করা হয়।

Our others achivements