Achivement

২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অভিযানে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস নিষিদ্ধ Tapentadol ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার ।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ২১/০৯/২০২৩ তারিখ ১৫.৫৫ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন ১ নং দুল্লা ইউনিয়ন, ওয়ার্ড নং-৪, চেচুয়া বাজারস্থ মাসুদ মেডিকেল হল নামক ঔষুধের দোকানের সামনে অবস্থান করে অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ(৩৮) পিতা- মোঃ আতিকুর রহমান, মাতা- মোছাঃ ফরিদা বেগম, সাং- চন্ডিমন্ডপ, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ`কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস নিষিদ্ধ Tapentadol নেশা জাতীয় ট্যাবলেট আসামীর দোকান হতে আসামী নিজ হাতে বাহির করে দেয়।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে বলিয়া স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ২৯ (ক) ধারায় মামলা রজু করা হয় যার মামলা নং-৩০, তাং-২১/০৯/২০২৩খ্রিঃ।

Our others achivements