Achivement

মানব পাচার সংক্রান্তে ০২ জন ভিকটিম উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

২ এপিবিএন,মুক্তাগাছা,ময়মনসিংহ কর্তৃক মানব পাচার সংক্রান্তে ০২ জন ভিকটিম উদ্ধার ও ০৩ জন আসামী গ্রেফতার এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ ইন্সপেক্টর(নিরস্ত্র) এএসএম সামছুদ্দিন এর নৈতৃত্বে এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৫/০৪/২০২৩ খ্রিঃ তারিখ অনিক নগর পার্কে মাদক উদ্ধার অনলাইন জুয়া ও মানব পাচার সংক্রান্তে অভিযান চালিয়ে পার্কের অভ্যন্তরে ছোট ছোট কর্টেজ রুম তল্লশি করিয়া ১। মোঃ হামিদ আলী@ কালাম (৩০) পিতা- মোঃ মান্নাফ আলী, মাতা- হামিদা খাতুন, সাং- সাইদ পাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা এ/পি তালতলা অনিক নগর পার্ক এর সুপার ভাইজার, থানা-ঘাটাইল, জেলা- টাঙ্গাইল ২। নারায়নী বর্মন(৩৪), স্বামী- মৃত: প্রকাশ বর্মন, সাং-কালোইর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ নূর মোহাম্মদ (২৮), পিতা- মোঃ আমির উদ্দিন, মাতা-মৃত ফরমানী নেছা, সাং- হাতিমারা, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলদের গ্রেফতার করেন এবং একই পার্কের একটি রুম থেকে ভিকটিম ১। মোছাঃ সোমা (২০), ২। মিসেস শান্তা ইসলাম (৩০),দের উক্ত রুম হতে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করিয়া তাহাদের জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামী ৪। মোঃ শাহজাহান(৪০) পিতা-ইজ্জত আলী, সাং- কৃষ্ণপুর, থানা-ফুলবাড়ীয়া, জেলা- ময়মসিংহ এ/পি তালতলা (অনিক নগর পার্কের ম্যানেজার), থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল ৫। মোঃ বাবলু শাহ (৬০), পিতা-মৃত: মিরা শাহ, মাতা- মৃত: অনিতা শাহ, সাং-ফুলবাড়ীয়া ৩ নং ওয়ার্ড, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ তাহাদের ফুসলাইয়া ও বিভিন্ন প্রলোভন দেখাইয়া উক্ত পার্কে নিয়ে আসে এবং তাদেরকে অসামাজিক কার্যকলাপ করিতে ব্যার্ধ করে। উল্লেখিত ভিকটিমদের অফিসার ফোর্সের সহায়তায় হেফাজতে নেওয়া হয়। ১ নং ধৃত আসামী মোঃ হামিদ আলী@ কালামকে জিজ্ঞেসাবাদে জানা যায় যে, পলাতক ৪ ও ৫ নং আসামী টাঙ্গাইল জামালপুর, ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাগ্য বিরম্বনা অসহায় মেয়েদের কৌশলে ফুসলাইয়া প্রলোভন দেখিয়ে এনে তাদের দ্বারা পতিতাবৃত্তি করায় এবং একই তারিখ ১৯.১৫ ঘটিকার সময় অনিক নগর পার্কের ম্যানেজার ৪ নং পলাতক আসামী মোঃ শাহজাহান(৪০), পিতা- মোঃ ইজ্জত আলী, সাং- কৃষ্ণপুর, থানা- ফুলবাড়ি, জেলা- ময়মনসিংহের অফিসকক্ষ তল্লাশি করিয়া ১১ পিস ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য অনুমান ৩,৩০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements