২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের সাইবার সেল মোবাইল হারানো জিডি কপিসমূহ যথাক্রমে ১। আশুলিয়া থানার জিডি নং-১৭৪৫, তারিখ-২০/০৫/২০২৩ খ্রিঃ, ২। সাভার থানার জিডি নং-১৬১২, তারিখ-১৯/০২/২০২৩ খ্রিঃ ৩। ভাটারা থানার জিডি নং-৮৫৯, তারিখ-১৩/১২/২০২২ খ্রিঃ, ৪। ভাটারা থানার জিডি নং-১২১৯, তারিখ-২০/০৬/২০২৩ খ্রিঃ, ৫। ফুলবাড়ীয়া থানার জিডি নং-১৮০, তারিখ-০৪/১০/২০২৩খ্রিঃ, ৬। ফুলবাড়ীয়া থানার জিডি নং-৭১৩, তারিখ-১৪/১০/২০২৩খ্রিঃ, ৭। ডাবলমুড়িং থানার জিডি নং-১৭৩, তারিখ-০৩/০১/২০২৩ খ্রিঃ, ৮। ডাসার থানার জিডি নং-৮৬৩, তারিখ-২৩/০৯/২০২৩ খ্রিঃ, ৯। কামরাঙ্গীচর থানায় জিডি নং-১০৯৪, তারিখ-২১/১১/২০২৩ খ্রিঃ, ১০। শাহাজাদপুর থানায় জিডি নং-১০৫৬, তারিখ-১৮/০৮/২০২২ খ্রিঃ, ১১। শাহাজাদপুর থানায় জিডি নং-৬২, তারিখ-০১/১০/২০২৩ খ্রিঃ, ১২। মুক্তাগাছা থানার জিডি নং-৩৭, তারিখ-০১/০৮/২০২৩ খ্রিঃ, ১৩। কেরানীগঞ্জ থানার জিডি নং-১৩৯৪, তারিখ-১৮/০৯/২০২৩ খ্রিঃ, ১৪। শেরপুর থানার জিডি নং-১৯৪৮, তারিখ-২৪/০৩/২০২২ খ্রিঃ, ১৫। শেরপুর থানার জিডি নং-১১৬৪, তারিখ-২১/১০/২০২৩ খ্রিঃ, ১৬। মুক্তাগাছা থানার জিডি নং-১৪৪৯, তারিখ-২৯/০৭/২০২৩ খ্রিঃ, ১৭। কেরানীগঞ্জ থানার জিডির নং-১৩৮৬, তারিখ-২৩/০৮/২০২২ খ্রিঃ) সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম (মেটা-১/২)1| Realme Note 1i, 2| infinx HOT 20, 3| Samsung A52s, 4| OPPO A57, 5| OPPO A57, 6| realme 7i, 7| Sumsang M 315, Vivo-V2234, 9| poco M Pro, 10| Realmi c17, 11| Itel S23, 12| realme c31, 13| Vivo V2254, 14| OPPO A31, 15| Redmi, 16| Vivo y20, 17| Vivo y20 সর্বমোট ১৭ টি মোবাইল ফোন উদ্ধার ও ফুলবাড়ীয়া থানার জিডি নং-৭৪১, তারিখ-১৬/১০/২০২৩ খ্রিঃ এর কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল ডার্চ বাংলা মোবাইল ব্যাংক(রকেট) এ ভুলক্রমে চলে যাওয়া ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের উপস্থিতিতে ইং ০৫/১২/২০২৩ তারিখে বিভিন্ন কোম্পানির ১৭ টি মোবাইল ফোন ও ডার্চ বাংলা মোবাইল ব্যাংক(রকেট) একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় এ ইউনিটের বিকিউএম অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি(হেডকোয়ার্টার্স), পুলিশ পরিদর্শক(নিঃ), অপারেশন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রমূখগন উপস্থিত ছিলেন।