Achivement

সাইবার টিম(মেটা-১) কর্তৃক ০১ জন অনলাইন জুয়ার ডিলার গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক এ, বি, এম, সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ২ এপিবিএন এর সাইবার সেলের একটি চৌকস দল (মেটা-১)‘র এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম কর্তৃক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৯/৮/২০২৩ খ্রিঃ তারিখ ১৩.৪৫ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার সদর থানাধীন করটিয়া গ্রামস্থ করটিয়া বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করে নাফিজ টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ১। মোঃ রাব্বি মিয়া(২৭),পিতা- মৃত নান্নু মিয়া, মাতা- রেবা, সাং- করটিয়া, থানা- টাঙ্গাইল সদর, টাঙ্গাইল‘কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ও গুগোল Chrome Browser History পর্যােলোচনা করে অনলাইন জুয়ার Bj-Baji999 সাইটে ০১ টি একাউন্ট পাওয়া যায় যার আইডি নং-Ravvi77, User Name-Md.Rabbi Miah যাতে vip points (vp) 2344 পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী উক্ত vip points (vp) দ্বারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে এবং নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে। ধৃত আসামির ব্যবহারকৃত বর্ণিত আইডিতে বিভিন্ন সময়ে ই-ট্রানজেকশনের তথ্যাদি পাওয়া যায়। ধৃত আসামির ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার 1xBet, valki, baazi365 সহ আরো একাধিক অনলাইন জুয়া খেলা পরিচালনার জন্য অন্যান্য আইডি পাওয়া যায়।ধৃত আসামির bj-Baji999 এর আইডি নং-Ravvi77 এর ট্রানজেকশন বিবরণী পর্যালোচনা করে দেখা যায় গত ইং-২৪/০৭/২০২৩ তারিখ ৫,০০০/- টাকা, ২৩/০৭/২০২৩ তারিখ ৪,৫০০/- টাকা এবং ১৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ২,১০০/- টাকা অনলাইন জুয়া খেলার জন্য অবৈধ ই-ট্রানজেকশন করে।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসাবে এলাকায় খেলা পরিচালনা করে আসছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলা নং-৩১ তারিখ-১৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০(২) রুজু করা হয়।

Our others achivements