২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এস.আই(নিঃ)/ মোহাম্মদ আব্দুল জলিল, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৮৭/২৩ তারিখঃ ১৫/১২/২০২৩ ইং মূলে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ইং-১৫/১২/২০২৩ তারিখ মুক্তাগাছা থানাধীন গাবতলী অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বানারপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২.১০ ঘটিকায় বানারপাড়া বাসষ্ট্যান্ড জনৈক খোরশেদ সাহেবের আর.এফ.এলের দোকানের সামনে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার অফিসার ফোর্সের সহায়তায় তাকে আটক করে।উপস্থিত সাক্ষী ১। মোঃ খোরশেদ আলম(৪৫), পিতা-মৃত মহর উদ্দিন, মাতা-খোদেজা বেগম, সাং-বাসষ্ট্যান্ড বানার পাড়া, আর.এফ.এলের দোকান, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ মোবা-০১৭৬৫-৬৪৫০৬৮, ২। মোঃ রাশেদ(২৫), পিতা-মৃত তোতা খান, মাতা-রাশেদা বেগম, সাং-হরিনাতলা, এ/পি বানারপাড়া বাসষ্ট্যান্ড মেসার্স রাশেদ স্টোর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ (মোবা-০১৮৩৬-৮৫২৭২৮), ৩। কং/২৮৭৪ মোঃ তৌফিক (বিপি-৯৭১৮২০৭১৭০) মোবাইল-০১৬২৮-৩২৫৫১৫ কর্মস্থল-২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহদের মোকাবেলায় আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ শাজাহান আলী, মাতা-মোছাঃ ছাবিহা খাতুন, সাং-বিজয়পুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ‘র পরিহিত লুঙ্গীর সামনের ডান কোচর হতে ০১টি সাদা পলিথিনের জীপারে রক্ষিত হালকা গোলাপী রংয়ের ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,১২০(দুই হাজার একশত বিশ) টাকা পর্যাপ্ত বিদ্যুাতের আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে ১৫/১২/২০২৩খ্রিঃ ২২.৪৫ ঘটিকার সময় জব্দ করে। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসহ মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং- ০৭, তারিখ-১৬/১২/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করা হয়।