২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ, হাফেজঘোনা গাজীর দোকানের পার্শে ভাই ভাই স্টোর নামীয় কুলিং কর্নারে অভিযান পরিচালনা করে আসামী- ১। মোঃ ইমরান হোসেন (২৫), পিতা-আজাহার হাওলাদার, মাতা-লাল বিবি, সাং-চান্দ্রাবাজপাড়া, হাফেজঘোনা, ০৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান‘কে গ্রেফতার করে। স্বাক্ষীদের উপস্থতিতে ধৃত আসামরি শরীর তল্লাশি করে তার ডান হাতে ধরা অবস্থায় ০১ টি সচল আকাশী রংয়রে Vivo Y19 মোবাইল ফোন, মডলে নং-Vivo 1915 জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের Chrome Browser History র্পযালোচনা করে অনলাইন জুয়ার অ্যাপস্ Melbet (যার ইউজার নাম Imran Md Imran Hossain, আইডি নং-441091265) যাহাতে তার বর্তমান সর্বমোট ব্যালেন্স (বাংলাদেশী টাকা) BDT 1000.48 (এক হাজার) টাকা এবং অ্যাপস্ 1XBET (যার ইউজার নাম Mdimrun আইডি নং-402021131) যাতে বর্তমান ব্যালেন্স (বাংলাদেশী টাকা) BDT 1000.48 পাওয়া যায়। ধৃত আসামি র্দীঘদনি যাবৎ উক্ত ০২ টি অ্যাপস্ দ্বারা অনলাইনরে মাধ্যমে জুয়া খেলা পরচিালনা করে আসছ।বর্ণিত ০২ টি অ্যাপস্ এর ই-ট্রানজকেশন বিবরণী র্পযালোচনায় দেখা যায় যে, ধৃত আসামি বর্ণিত ০২ টি আইডিতে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন অংকের টাকা লেনদেন করছে।ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, র্দীঘদনি যাবৎ সে অনলাইনরে মাধ্যমে জুয়া খেলে আসছে। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ১৪, তারিখঃ ২০/৯/২৩খ্রিঃ। ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় মামলা রুজু করা হয়।