Achivement

২ এপিবিএন এর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি ইট ভাটায় জরিমানা আদায়।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ রবিউল আওয়াল, এসআই(নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অভিযান সিসি নং- ৭৫/২০২৩, জিডি নং-১২৮, তারিখঃ ৩০/১০/২০২৩খ্রিঃ মূলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা, ময়মনসিংহ মহোদয়ের নেতৃত্বে ৩০/১০/২০২৩খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত মুক্তাগাছা থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ০৩ ‍টি ইট ভাটা যথাক্রমে ১। ঢাকা ব্রিকস এর ম্যানেজার মোঃ মোশারফ হোসেন, পিতা-আঃ লতিফ, সাং- খামারের বাজার, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ‘কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড, ২। মেসার্স এ.বি.সি ব্রিকস এর ম্যানেজার মোঃ তাইজুল ইসলাম, পিতা- মৃত আঃ আওয়াল, সাং- কবিরপুর, থানা- মুক্তাগাছা, ময়মনসিংহ‘কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৩। মেসার্স সারিকা ব্রিকস এর মালিক মোঃ তারিকুল ইসলাম, পিতা-মোঃ আবুল হোসেন, সাং-শ্যামপুর, ভাটালিয়া পাড়া, থানা- সাভার, জেলা- ঢাকা‘কে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। যথাক্রমে (১) মোবাইল কোর্ট মামলা নং- ৮২/২০২৩ তারিখ- ৩০/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সালের ৮ এর ৩(চ)/৪ যার শাস্তি ১৪ ও ১৮(২) ধারা। (২) মোবাইল কোর্ট মামলা নং-৮৩/২০২৩ তারিখ- ৩০/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সালের ৮ এর ৩(চ)/৪ যার শাস্তি ১৪ ও ১৮(২) ধারা, (৩) মোবাইল কোর্ট মামলা নং-৮৪/২০২৩ তারিখ- ৩০/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সালের ৮ এর ৩(চ)৪, ৬ যার শাস্তি ১৪ ও ১৮ (২), ১৬ ধারা)।

Our others achivements