Achivement

২ এপিবিএন কর্তৃক ফেইসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করায় ০২ জন গ্রেফতার।

ভিকটিম পান্না আক্তার রুনা(৩০), গত ইং ২৪/০৯/২০২৩ তারিখ জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ২ এপিবিএন এ একটি অভিযোগ করেন উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন যে, বিবাদী ১। মুস্তাফিজুর রহমান সাগর(৩৫), পিতা-মোঃ মতিউর রহমান আকন্দ, ২। আব্দুলাহ খান (২০), পিতা- মোঃ মোলায়েম খান, উভয় সাং-বিশ্বনাথপুর, ইউনিয়ন- ৭ নং রামগোপালপুর, থানা- গৌরিপুর, জেলা-ময়মনসিংহদ্বয় “আসল পুরুষ এবং Md Abdullah Khan“ নামীয় ফেইসবুক আইডি থেকে ভিকটিমের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে।ভিকটিমের উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার গৌরিপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং ০৩/১০/২০২৩ তারিখ গভীর রাতে বিবাদী ১। মুস্তাফিজুর রহমান সাগর(৩৫), পিতা-মোঃ মতিউর রহমান আকন্দ, ২। আব্দুলাহ খান (২০), পিতা- মোঃ মোলায়েম খান, উভয় সাং-বিশ্বনাথপুর, ইউনিয়ন- ৭ নং রামগোপালপুর, থানা- গৌরিপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখায় নিয়ে আসারপর তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। বাদী ও বিবাদী একই গ্রামের হওয়ায় পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান জনাব মোফজল হোসেন খান(গৌরিপুর উপজেলা), (মোবাইল নং-০১৭১৬১৭০৭১৭), স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, (মোবাইল নং-০১৭১৬১১১২৭৮) এবং মেম্বার জনাব রফিকুল ইসলাম রোকন,(মোবাইল নং-০১৯২০১৮৭৮২৫)সহ স্থানীয় গনমান্য ব্যাক্তীবর্গের উপস্থিতিতে উল্লেখিত বিষয়টি আপোষ মিমাংসা হওয়ায় ভিকটিম ইতোপূর্বে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) বরাবরে দাখিলকৃত অভিযোগ প্রত্যাহারের জন্য একটি লিখিত আবেদন করে বিধায় বিবাদীদ্বয়কে নিজ নিজ অভিভাবকের জিম্মায় শর্ত সাপেক্ষে প্রদান করা হয়। পরবর্তীতে ভিকটিম অফিসার ইনচার্জ, গৌরিপুর থানা বরাবরে এ বিষয়ে কোন মামলা মোকাদ্দমা করবে না মর্মে জিডি করার জন্য একটি লিখিত আবেদন করে (যার নং-১৯২ তারিখ-০৪/১০/২০২৩ খ্রিঃ)।

Our others achivements