২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক এ, বি, এম, সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৫/৮/২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন সত্রাশিয়া বাজারের ফুলমিয়া মার্কেটে মোঃ মাহাফুজের ১ নং দোকানে অভিযান পরিচালনা করিয়া মোঃ মাহফুজ আহাম্মেদ(২২) পিতা- শহিদুল ইসলাম, মাতা- মোছাঃ তাছলিমা আক্তার, সাং রাজপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ`কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর দোকান তল্লাশি করে ০১টি কম্পিউটার সেট, ০১ টি কালার প্রিন্টার, ০১টি লেমিনেটিং মেশিন, ০১টি মোবাইল, ০৪টি জাল সিলমোহর, জাল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রত্যয়নপত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মু্ক্তাগাছা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।