Achivement

৯৯৯ এর মাধ্যমে প্রেমিকার অভিযোগে প্রেমিকার আপত্তিকর ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় প্রেমিক গ্রেফতার এবং হ্যাক হওয়া ০১টি Gmail ও ০১টি Facebook আইডি উদ্ধার।

ভিকটিম অনিতা আক্তার(২০), পিতা-মোঃ সালাহ উদ্দিন, মাতা-মোসাঃ দুলেনা আক্তার, সাং-ডুবি, ডাকঘর-গোপদিঘী, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ বিবাদী ১। মোঃ মনোয়ার হোসেন সাকিব (২২), মোবাইল-০১৮১৬৩৬১৬৫২, পিতা-মোঃ কফিল উদ্দিন, মাতা-মোছাঃ ফাতেমা আক্তার, সাং-সরকারবাড়ি ০৯ নং ওয়ার্ড, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি- বাসা-অজ্ঞাত, মজির উদ্দিন রোড, থানা-দক্ষিনখান, ডিএমপি, ঢাকা‘র বিরুদ্ধে ইং-১৩/১২/২০২৩ তারিখ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ বরাবরে একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন যে, উক্ত বিবাদীর সাথে আনুমানিক ০৬ মাস পূর্বে ভিকটিমের নিজ বাড়ি হতে ফেসবুকের মাধ্যমে পরিচিত হলে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সে সুবাদে বিবাদীর সাথে ভিকটিমের কিশোরগঞ্জ সদরে অবস্থিত নেহাল পার্কে দেখা হয় এবং বিভিন্ন সময় ফেসবুক/ হোয়াটসঅ্যাপ/ইমুতে ভিডিও কলে কথা ও নিজেদের মধ্যে ছবি বিনিময় হয়। বিবাদীর সাথে বিভিন্ন সময় সরল মনে একান্ত মুহুর্তে ভিডিও কলে কথা বললে উক্ত বিবাদী তার মোবাইল ফোনে কৌশলে গোপনে ভিকটিমের বিভিন্ন ছবি সংগ্রহ ও আপত্তিকর ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিভিন্ন সময় বিবাদী ভিকটিমের কাছে তার ছবি ও আপত্তিকর ভিডিও আছে বলে ভিকটিমকে জানায় এবং বিবাদীর সাথে ভিকটিমকে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার জন্য ও টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। ভিকটিম তার সম্মান বাঁচাতে বিবাদীকে ০২ ধাপে ব্যক্তিগত বিকাশ নম্বর-০১৮১৬৩৬১৬৫২’তে মোট ৯,০০০/- (নয় হাজার) টাকা পাঠায়। তার পরেও বিবাদীর আপত্তিকর অশ্লীল প্রস্তাবে ভিকটিম রাজি না হলে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেওয়া ছবি ও তার গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে/মেসেঞ্জারে ছেড়ে দেবে বলে ভয়-ভীতি দেখায়। এছাড়াও পরিবার এবং সমাজে হেনস্থা ও মানহানি করবে বলে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দিতে থাকে। উক্ত বিবাদী তার নতুন তৈরীকৃত ফেক ফেসবুক আইডি থেকে যার লিংক ১। https://www.facebook.com/profile.php?id= 61553915051609 থেকে ভিকটিমের পরিচিত ভাই-বোন ও আত্মীয় স্বজনদের ফেসবুকে ভিকটিমের নাম উল্লেখ করে তার সাথে বিবাদীর ধারণ করা একান্ত মুহুর্তের প্রায় ১৮ মিনিটের ভিডিও ও মোবাইলে ছবি আছে বলে তার পোস্ট/কমেন্টেস্ এর মাধ্যমে নাম ঠিকানা উল্লেখ করে জানায় এবং কারও লাগলে বিবাদীর সাথে ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়। যা পরবর্তীতে ইং ০৪/১২/২০২৩ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকার সময় প্রেমিকার নিজ বাড়ীতে অবস্থানকালে তার ছোট বোনের ফেসবুক আইডি ''Ariya Islam'' যার লিংক https://www.facebook.com/profile.php? id=100095538364187 থেকে সে দেখতে পায়। বিবাদী তার ব্যক্তি আক্রোশ এবং অনৈতিক সম্পর্ক আদায়ের লক্ষ্যে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিক নির্যাতনসহ পারিবারিকভাবে মান সম্মান নষ্ট করায় এলাকায় তার মুখ দেখানো দায় হয়ে পড়ে। পরবর্তীতে প্রেমিকা উক্ত বিষয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে ৯৯৯ তাকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলের সাথে যোগাযোগ করিয়ে দেয়। প্রেমিকার দেওয়া অভিযোগের ভিত্তিতে ২ এপিবিএন এর সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর অবস্থান সনাক্ত করে। ইং ১৩/১২/২০২৩খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৮৬/২৩ ও জিডি নং- ৪৭/২৩ তারিখ- ১৩/১২/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ)/মোঃ রবিউল আউয়াল এর নেতৃত্বে সাইবার টিম (মেটা-১/২/৩) সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ জেলার সদর থানাধীন শিকারীকান্দা ঢাকা বাইপাস মোড়ের জনৈক লাল মিয়ার দোকানের সামনে হতে বিবাদী মোঃ মনোয়ার হোসেন সাকিব (২২)’কে আটক করেন এবং উক্ত বিবাদীর নিকট হতে ০১ (এক) টি রেডমি মোবাইল একই তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিবাদীর মোবাইলে তার অশ্লীল আপত্তিকর ভিডিও এবং ছবিগুলোতে তার Photo Gallery তে সংরক্ষিত ছিলো। সাইবার টিম (মেটা-১/২/৩) কর্তৃক আটককৃত আসামী, জব্দকৃত আলামত ও ভিকটিমসহ কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় সোপর্দ করা হয় এবং বাদীর অভিযোগের প্রেক্ষিতে ধৃত আসামীর বিরুদ্ধে নিকলী থানার মামলা নং-০৩, তাং-১৪/১২/২০২৩ খ্রিঃ ধারা-২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন এর ১/২/৩ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।এছাড়া ২ এপিবিএন এর সাইবার ক্রাইম সেল হ্যাক হওয়া Gmail ও Facebook আইডি সংক্রান্তে জামালপুর থানা, জামালপুর এর সাধারন ডায়েরী নং-৭৮৯, তারিখ-১২/১২/২০২৩খ্রিঃ ভুক্তভোগী “জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে ৯৯৯ তাকে, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এর সাথে যোগাযোগ করিয়ে দেয়। পরবর্তীতে ২ এপিবিএন এর সাইবার ক্রাইম সেল, এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত প্রযুক্তির সহায়তায় Morsalina.Khatun90@gmail.com ও Morsalina.Khatun নামে হ্যাক হওয়া ০১টি Gmail আইডি ও ০১টি Facebook আইডি উদ্ধার করে সাইবার টিম (মেটা-১/২/৩) প্রকৃত মালিকের নিকট সেগুলোর পাসওয়ার্ড হস্তান্তর করা হয়।

Our others achivements